কম্পিউটারের মাধ্যমে মুদ্রণ ও টাইপের কাজ শুরু হয় আসকি/আনসি ভিত্তিক লেখন-পদ্ধতির মাধ্যমে। ইন্টারনেট, মোবাইলফোনে বাংলা ভাষার মতো সকল ভাষা লেখা হয় ইউনিকোডের মাধ্যমে। কিন্তু ইউনিকোডে বাংলা লিখতে গিয়ে কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। যেমন-
কার্যপরিধি:
১. বাংলা কোড পয়েন্টের একটি নিজস্ব তালিকা তৈরি করা।
২. বিশেষ ক্যারেক্টারের ক্ষেত্রে প্রমাণক হিসেবে ঐতিহাসিক নমুনার ছবি যুক্ত করা।